শনিবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ঢাবি মাইম অ্যাকশন (ডুমা)-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর লোকমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ এই স্লোগানকে সামনে রেখে রোববার (০৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ এপ্রিল) পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বর্ণাঢ্য এ উৎসবে অংশ নিচ্ছে জাপান, আমেরিকান নিউ মাইম থিয়েটার, সার্বিয়া, ইরান, জার্মানি, নেপাল এবং ভারতের দু’টি দল। এছাড়াও অংশ নেবে বাংলাদেশের মূকাভিনয় চর্চারত ১৫টি দল।
মীর লোকমান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে থাকবে উৎসবের মূল আয়োজন। সকাল ১০টায় এবং বিকাল ৪টায় শহীদ মিনার ,কার্জন হল ,কলা ভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাস জুড়ে থাকবে রোড শো। ইতোমধ্যে ১০দিন যাবত পুরো ক্যাম্পাস এবং বিভিন্ন স্কুল, কলেজ ও ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষভাবে সাজানো ট্রাকের মাধ্যমে রোড শো করা হয়েছে।
আয়োজকরা জানান, গিনেস রেকর্ড সৃষ্টির লক্ষ্যে ৫শ’ থেকে ১ হাজার মানুষ একসঙ্গে মূকাভিনয় করবে ঢাবির টিএসসিতে। সকাল ১১টায় এই গিনেস রেকর্ডে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যে কেউ অংশ হতে পারেন। তিনদিনের এই আয়োজনে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল ও কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকসনের সভাপতি খায়রুল বাসার, সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এসকেবি/এসআরএস