ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, এপ্রিল ৭, ২০১৮
রাজশাহীতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম পরিবহন সংগঠনের সংবাদ সম্মেলন

রাজশাহী: ৭২ ঘণ্টার মধ্যে শ্রমিক নির্যাতনের মামলার আসামিদের গ্রেফতার করা না হলে আগামী ১১ এপ্রিল রাজশাহীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের আল্টিমেটাম দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

শনিবার (৭ এপ্রিল) বিকেলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন একযোগে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মোড়ে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি লিখিত বক্তব্যে বলেন, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মহয়নগরীর তালাইমারী চেক পয়েন্টে বুধবার (৪ এপ্রিল) রাতে শ্রমিকদের কল্যাণ চাঁদা তুলছিলেন সংগঠনের কার্যকরী সদস্য আজিবার রহমান। এসময় মহানগরীর মিজানের মোড় এলাকার আক্কাস নামে এক ব্যক্তির একটি ট্রাক সে পথ দিয়ে যাচ্ছিলো। আজিবার রহমান ওই ট্রাকটির রশিদ দেখতে চান। তখন ট্রাকচালক মজিবর রহমান বকুল ফোন করে ট্রাকের মালিক আক্কাস ও তার কয়েকজন সহযোগীকে ডেকে আনেন।  

এরপর তারা আজিবার রহমানকে বেধড়ক পিটিয়ে আহত করেন। ছিনিয়ে নেন তার কাছে থাকা কল্যাণ চাঁদার ৫০ হাজার ৫২০ টাকা। এরপর তারা চলে গেলে স্থানীয়রা আহত আজিবারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় পরদিন মজিবুর রহমান বকুল, আক্কাস ও মাসুমকে আসামি করে মহানগরীর মতিহার থানায় মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, আক্কাস তার ট্রাকগুলোতে মাদক পাচার করেন। তাই তাকে শ্রমিক ইউনিয়নে নেওয়া হয়নি। এজন্য তিনি ইউনিয়নের নিয়মনীতিও মানেন না। নিজের ইচ্ছেমতো পরিবহন পরিচালনা করেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে আক্কাস আলীসহ মামলার সব আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে কামাল হোসেন রবি বলেন, বেধে দেওয়া সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না হলে আগামী ১১ এপ্রিল রাজশাহী থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। সেদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে রাজশাহী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক মোমিনুল ইসলাম মোমিন, আব্দুর রাজ্জাক খান টুটুল, সড়ক সম্পাদক আবদুর রহমান ভুট্টু, অর্থ সম্পাদক আনন্দ কুমার ঘোষ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী, সহ-সভাপতি মনিরুজ্জামান শাহীন, আহসান উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।