শনিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বরংগাইল এলাকার মৃত নজিমুদ্দিন মেম্বারের ছেলে এবং মহাদেবপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলো।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চত করে বাংলানিউজকে বলেন, বরংগাইল এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলো মামুন। এসময় ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মামুনের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এসময় ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মামুন।
একই দুর্ঘটনায় সোহাগ পরিবহনের কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মামুনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
জিপি