ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, এপ্রিল ৭, ২০১৮
কালাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

জয়পুরহাট:  জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল এলাকায় বালু ভর্তি ট্রাকের ধাক্কায় কেয়া (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ভ্যানচালকসহ চারজন।

শনিবার (৭ এপ্রিল) দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কেয়া উপজেলার জগডম্বুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে এবং কালাই মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

আহতরা হলেন-কালাই উপজেলার নান্দাইল গ্রামের সাকোয়াত হোসেনের ছেলে শামীম হোসেন (২৩), একই উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ময়নুল হোসেন (৩৫), হাতিয়র গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আব্দুল আলীম (৪০) ও পুনট গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মামুনুর রশিদ (৪০)।

কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কলেজের বকেয়া টাকা পরিশোধ করে ব্যাটারি চালিত একটি ভ্যানে করে বাড়ির পথে রওয়ানা হয় কেয়াসহ আরো ৩/৪জন। পথে জয়পুরহাট-বগুড়া সড়কের সড়াইল নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপথ বিভাগের বালু ভর্তি একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ সব যাত্রী আহত হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন সরকার কেয়াকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শামীম হোসেন নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।