ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, এপ্রিল ৭, ২০১৮
কোটালীপাড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ৪০ কেজি করে সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার কৃষকদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।