ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় সংঘর্ষে যুবক মৃত্যুর ঘটনায় বাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, এপ্রিল ৭, ২০১৮
মাগুরায় সংঘর্ষে যুবক মৃত্যুর ঘটনায় বাড়ি ভাঙচুর প্রতিপক্ষের হামলা ক্ষতিগ্রস্ত ঘর

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী-কাবিলপুর ও মোর্তজাপুর গ্রামের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় যুবক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তত ২০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ এপ্রিল) দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত আনিছ মোল্লা (৩৫) মোর্তজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।

নিহত আনিছের ভাই জিয়ারুল মোল্লা বাংলানিউজকে বলেন, উপজেলার কাজলী-কাবিলপুর ও মোর্তজাপুর এই তিন গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হান্নান মেম্বর গ্রুপ ও পবন-রফিকুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় গ্রুপের লোকজন কাজলী-কাবিলপুর মাঠের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আনিছ মোল্ল্যা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
মৃত্যুর সংবাদ জানাজানি হলে হান্নান মেম্বর গ্রুপের লোকজন প্রতিপক্ষ পবন-রফিকুল (ফেরো) গ্রুপের রাশেদ বিশ্বাস, সাহিদুল, সহিদুল ও সোহাগের বাড়িসহ অন্তত ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও নারীদেরও মারধর করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ হতে পারে আশঙ্কার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, বর্তমানের এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে। তবে হামলাকারীদের আটকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।