শনিবার (৭ এপ্রিল) দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত আনিছ মোল্লা (৩৫) মোর্তজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।
নিহত আনিছের ভাই জিয়ারুল মোল্লা বাংলানিউজকে বলেন, উপজেলার কাজলী-কাবিলপুর ও মোর্তজাপুর এই তিন গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হান্নান মেম্বর গ্রুপ ও পবন-রফিকুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় গ্রুপের লোকজন কাজলী-কাবিলপুর মাঠের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আনিছ মোল্ল্যা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর সংবাদ জানাজানি হলে হান্নান মেম্বর গ্রুপের লোকজন প্রতিপক্ষ পবন-রফিকুল (ফেরো) গ্রুপের রাশেদ বিশ্বাস, সাহিদুল, সহিদুল ও সোহাগের বাড়িসহ অন্তত ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও নারীদেরও মারধর করে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ হতে পারে আশঙ্কার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, বর্তমানের এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে। তবে হামলাকারীদের আটকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরএ