শনিবার (৭ এপ্রিল) র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। এর আগে, ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জাবেদ হোসেন (২৮), মো. সেন্টু মিয়া (২৮), বায়েজিদ (২৫), মিন্টু মিয়া (৩৮), মো. কুদ্দুস মিয়া (৩০), মো. হাবিব (৩৪) তারেক আহম্মেদ (২৬) ও শংকর দেবনাথ (৪০)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির আট সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চেতনানাশক ওষুধ, ভুয়া কাগজপত্র, নয়টি মোবাইল ফোন ও দুইটি অটোরিকশা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
এনটি