ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে পরীক্ষাকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, এপ্রিল ৭, ২০১৮
চাঁদপুরে পরীক্ষাকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ভাঙচুর করা গাড়ি। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেছে একদল পরীক্ষার্থী।

শনিবার (০৭ এপ্রিল) দুপুর ১টার পরে কলেজের সামনে ইট-পাটকেল ছুড়ে গাড়িতে ভাঙচুর চালায় তারা।

বালিয়া ইউনিয়নের সচিব মনসুর বাংলানিউজকে বলেন, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করেন সদর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।

এ সময় তিনি কেন্দ্রের সব কক্ষ পরিদর্শন করেন। তার উপস্থিতির কারণে হয়তো কোনো কোনো শিক্ষার্থী কোনো ‘অসৎ উপায়’ অবলম্বন করতে ব্যর্থ হয়। পরে পরীক্ষা শেষে একযোগে শত শত শিক্ষার্থী ইট-পাটকেল ছুড়ে তার গাড়িটি ভাঙচুর করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. হাসান খান বাংলানিউজকে বলেন, কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে স্থানীয় বহিরাগত কয়েকজন উস্কানি দিয়ে সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর করে। পরে শিক্ষকরা ও পুলিশ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
টিএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।