শনিবার (০৭ এপ্রিল) দুপুর ১টার পরে কলেজের সামনে ইট-পাটকেল ছুড়ে গাড়িতে ভাঙচুর চালায় তারা।
বালিয়া ইউনিয়নের সচিব মনসুর বাংলানিউজকে বলেন, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করেন সদর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. হাসান খান বাংলানিউজকে বলেন, কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে স্থানীয় বহিরাগত কয়েকজন উস্কানি দিয়ে সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর করে। পরে শিক্ষকরা ও পুলিশ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
টিএ/জেএম