ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালুকায় অবৈধভাবে প্রাচীর নির্মাণকালে আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, এপ্রিল ৭, ২০১৮
ভালুকায় অবৈধভাবে প্রাচীর নির্মাণকালে আটক ২ রাব্বুল আল আমিন ও মো. আল আমিন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি মৌজায় বন বিভাগের জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের সময় দু’জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে সংশ্লিষ্ট বন বিভাগ।

শনিবার (০৭ এপ্রিল) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।  আটকরা হলেন- রাব্বুল আল আমিন (২৫) ও মো. আল আমিন (২০)।

ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (০৬ এপ্রিল) রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি মৌজার ৬৪১ নম্বর দাগে অবৈধভাবে বনের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছিল। এ সময় স্থানীয় বিট কর্মকর্তা সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের শনিবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

অভিযানকালে একটি মোটরসাইকেল ও সীমানা প্রাচীর নির্মাণের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে বলেও জানান বন বিভাগের কর্মকর্তা তবিবুর।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।