নিহত বাপ্পী কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার উত্তম কুমারের ছেলে।
বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ জানায়, শনিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বুড়িচং উপজেলাধীন কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাপ্পীর মরদেহ উদ্ধার করা হয়।
বুড়িচং থানার (ওসি, তদন্ত) মেজবাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বুড়িচং থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরআর