ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, এপ্রিল ৭, ২০১৮
গোপালগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ক্লিনটন বাড়ৈ (২৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ক্লিনটন উপজেলার শুয়াগ্রামের স্টিফেন প্রবীর বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে জানান, প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন ক্লিনটন। শনিবার দুপুরে স্কুলে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে ক্লিনটনকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।