ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দৃষ্টিপ্রতিবন্ধীদের বির্তক প্রতিযোগিতা শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, এপ্রিল ৭, ২০১৮
দৃষ্টিপ্রতিবন্ধীদের বির্তক প্রতিযোগিতা শুরু  দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’

ঢাকা: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও মূলধারায় যুক্ত করার লক্ষ্যে বিতর্ক চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব জানান।  

সম্মেলনে জানানো হয়, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কয়েক হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।

তাদের কথা তুলে ধরতে ‘যুক্তির আলোয় দেখি’ বিতর্ক প্রতিযোগিতার স্লোগানটি হচ্ছে ‘অন্য দৃষ্টিতে আমার পৃথিবী’। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নিবেন। অনুষ্ঠানগুলো প্রতি শুক্রবার সাপ্তাহিক ভিত্তিতে ধারাবাহিকভাবে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।  

এ প্রতিযোগিতা আগামী ২১ এপ্রিল (শনিবার) বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুভ উদ্বোধন করা হবে বলেও সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের পরিচালক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, জাহিদ রহমান, ড. এসএম মোর্শেদ, ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, বাংলাদেশ ভিজুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটির সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম হিমু, জাতীয় বির্তাকিক জান্নাতুল ফেরদাউস, সাইফুল্লাহ ওমর নাসিফ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।