শনিবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব জানান।
সম্মেলনে জানানো হয়, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কয়েক হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।
এ প্রতিযোগিতা আগামী ২১ এপ্রিল (শনিবার) বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুভ উদ্বোধন করা হবে বলেও সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের পরিচালক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, জাহিদ রহমান, ড. এসএম মোর্শেদ, ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, বাংলাদেশ ভিজুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটির সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম হিমু, জাতীয় বির্তাকিক জান্নাতুল ফেরদাউস, সাইফুল্লাহ ওমর নাসিফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএফআই/এসআরএস