আটক ডাকাতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকার সোরহাব হোসেনের ছেলে মাইক্রোবাস চালক সম্রাট (২৬), রংপুরের গঙ্গাচর উপজেলার চেংমারী এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫), মাদারীপুরের শিবচর উপজেলার বাছামারা এলাকার মৃত চান মিয়ার ছেলে সোলাইমান হোসেন (৪২) এবং পাবনা জেলার সুজানগর থানার সাগরকান্দি গ্রামের মৃত জলিল শেখের ছেলে শাহ আলম শেখ (৫০)।
শনিবার (৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকার চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকাগামী সাদা রঙয়ের একটি মোইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের বিপুল সংখ্যক ডাকাতি হওয়া ব্যাটারি পাওয়া যায়।
গাড়িটিতে তল্লাশি চলাকালে চালক সম্রাটকে রেখে ৩ ডাকাত সদস্য পালিয়ে যায়। পরে সম্রাটের দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়। মাইক্রোবাস থেকে জব্দ হওয়া ব্যাটারির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
জিপি