মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি এলাকায় বজ্রপাতে রহমান হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে জমিতে পাটগাছ রোপনের কাজে যান কৃষক রহমান।
এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল হক বাংলানিউজকে বলেন, ‘কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।