ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, এপ্রিল ৭, ২০১৮
ঈশ্বরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে আবুল বাদশাহ (৩২) ও রতন মিয়া (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় নামাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মাওলা বাংলানিউজকে বলেন, উপজেলার উছাখিলা ইউনিয়নের নামপাড়া গ্রামের ধর্ষণের শিকার গৃহবধূর স্বামীর সঙ্গে বন্ধুত্ব ছিলো একই গ্রামের আবুল বাদশাহ ও রতন মিয়ার।

শুক্রবার (৬ এপ্রিল) দিনগত রাতে ওই দুই বন্ধু তার বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়ে।

এসময় স্বামী-স্ত্রী বেরিয়ে এলে জোর করে ওই গৃহবধূকে বাড়ি থেকে অপহরণ করে ব্রহ্মপুত্র নদের বালুচরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে রতন মিয়া ও আবুল বাদশা।

পরদিন সকালে পুলিশ ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতা মামলা দায়েরের পর ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।