নিহতরা হলেন- নারায়ণ চন্দ্র মণ্ডল (৬৮), আসাদুজ্জামান মোড়ল (২৮) ও শাকিবুল ইসলাম (৯)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (০৭ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে সাতক্ষীরা থেকে আসা একটি বাস গুটুদিয়া ডুমুরিয়ার মাঝখানে একটি পাম্পের ১০০ গজ দূরে থেকে আসা মাহেদ্রকে ধাক্কা দেয়। পরে মাহেদ্র পাশের একটি ভ্যানের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী নারায়ণ ও ভ্যানচালক আসাদুজ্জামানের মৃত্যু হয় ও মাহেদ্রের তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু শাকিবুলের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিল হোসেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমআরএম/এএটি