শনিবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক হুমায়ুন কবির (তুষার), সদস্য মইনুল হক চৌধুরী, সরদার জাহাঙ্গীর, নইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দাবি ধাওয়া তুলে ধরে বক্তারা অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান।
সার্ভে প্রকৌশলীদের বাকি তিন দফা হচ্ছে- সার্ভেয়াদের দফতর অনুসারে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কিংবা সহকারী জরিপ অফিসার এবং উপ সহকারী প্রকৌশলী পদে ব্যবস্থা করা, সার্ভেয়ার-সমমানের শূন্য পদে এবং কানুনগো/উপ সহকারী সেটেলমেন্ট অফিসার/সহকারী জরিপ অফিসার শূন্য পদে সরাসরি নিয়োগ শতভাগ সার্ভে পি-র্ফোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া, সার্ভেয়ার-সমমানের পদে নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা-ইন-ইঞ্জিয়ারিং (সার্ভেয়িং) করতে হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএফআই/এমএ