ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বানিয়াচংয়ে বিষপানে কৃষকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৭, এপ্রিল ৭, ২০১৮
বানিয়াচংয়ে বিষপানে কৃষকের আত্মহত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মনতর আলী (৪৭) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ এপ্রিল) সকালে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে এএসআই মনির বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে কৃষক মনতর আলী বিষপান করে ছটফট করতে থাকেন। বিষয়টি পরিবারের সবাই টের পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।