ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, এপ্রিল ৭, ২০১৮
মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী কাবিলপুর গ্রামে দু’দল গ্রাসবাসীর সংঘর্ষে আনিছ মোল্ল্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শনিবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কুদ্দুস, ইমরান ও রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিছ মর্তুজাপুর গ্রামের হারু মোল্ল্যার ছেলে। তিনি মর্তুজাপুর গ্রাম থেকে কাবিলপুর গ্রামে এসে সংঘর্ষে অংশ নিয়েছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয় গ্রাম্য মাতব্বর পবন মিয়া ও কাজলী ইউনিয়ন পরিষদের মেম্বার হান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ৭ মার্চ আনিছ ও তার সহযোগীরা উইলিয়াম নামে প্রতিপক্ষ এক যুবকের দুই পা বিচ্ছিন্ন করে দেয়। মূলত. এ ঘটনার পর থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

এর জের ধরেই শনিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আনিছকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত আনিছ উইলিয়াম হত্যাচেষ্টা মামলার এক নম্বর আসামি বলে জানা গেছে।

ওসি মাহাবুবুর রহমান বলেন, সংঘর্ষ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮/আপডেট: ১২৩০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।