গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৬ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে রাজানগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিজানুর রহমান ওই এলাকার ব্যবসায়ী মো. সিদ্দিক বেপারীর ছেলে।
শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ক্লোজ গ্রুপ ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। সে সূত্র ধরে রাতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। সেখানে প্রশ্নপত্র ফরম্যাট ও এইচএসসি পরীক্ষার ভুয়া “ক” সেট ইংরেজি প্রশ্ন ছিল, যা টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিক্রিও করে সে। আরোও কয়েকজন এর সঙ্গে জড়িত রয়েছে, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। মিজানুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরএ