শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল।
তিনি জানান, শুক্রবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে আসামি সোহাগ উদ্দিন রানাকে গ্রেফতার করা হয়।
বেলা ১১টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে বুধবার (৪ এপ্রিল) কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর দত্তকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর কুমিল্লার শহরের রেসকোর্স এলাকায় বিএইচ ভূঁইয়া হাউজের নিচ তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে সাগরের গলাকাটা মরদেহ ও সজীব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে।
আহত সজীব সাহা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চরগ্রামের রাখাল সাহার ছেলে। সজীব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে নিহত কলেজছাত্র সাগরের বাবা শংকর দত্ত বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এএটি