নব্য জেএমবি’র নারী শাখার প্রধান হুমাইরা জাকির নানভি ছিলেন সংগঠনের অন্যতম অর্থদাতা। সাংগঠনিকভাবে ‘ব্যাট উইমেন’ নাম ব্যবহার করে দেশে দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলেন উচ্চশিক্ষিত এই নারী।
গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জঙ্গি হামলার পরিকল্পনার অন্যতম হোতাও তিনি। এ হামলা বাস্তবায়নের জন্য দেড়লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছিলেন এই ‘ব্যাট উইমেন’।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) গুলশানের নিজবাসা থেকে হুমাইরা জাকির নানভি ওরফে ‘ব্যাট উইমেনকে’ গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (৬ এপ্রিল) ১৫ আগস্ট হামলা চেষ্টার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিটিটিসি’র এক কর্মকর্তা জানান, নব্য জেএমবি’র নেতা আকরাম হোসেন খান নিলয় ছিলেন ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচিতে হামলার মূল পরিকল্পনাকারী। আর এই হামলা বাস্তবায়নের জন্য নিলয়ের মাধ্যমে দেড়লাখ টাকা দেন হুমাইরা। এছাড়া বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ আর্থিক সহায়তাও দেন।
হুমাইরার বাবা রাজধানীর হাতিরপুল এলাকায় অবস্থিত ‘মোতালেব প্লাজা’র মালিক। বিত্তবান পরিবারের মেয়ে হুমাইরার এমন মানসিকতা ছিল যে, ‘টাকা কোনো বিষয় নয়। ’
সূত্র জানায়, পান্থপথে অবস্থিত ‘হোটেল ওলিও ইন্টারন্যাশনালে’ অভিযান চালিয়ে ১৫ আগস্ট জঙ্গি হামলার চেষ্টা নস্যাৎ করে দেয় পুলিশ। ‘আগস্ট বাইট’ নামে পরিচালিত অভিযানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন জঙ্গি সাইফুল। এ ঘটনায় গত ২০ নভেম্বর ‘করিম ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রকাশনা সংস্থার কর্ণধার তানভীর ইয়াসিন করিমকে গ্রেফতার করে সিটিটিসি। হুমাইরা ওই তানভীরের স্ত্রী। হুমাইরার মাধ্যমেই তানভীর জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।
সূত্র আরো জানায়, হোমাইরার জঙ্গিবাদে সম্পৃক্ততার বিষয়টি আগেই জানতে পেরেছিলেন তারা। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা থাকায় এতোদিন গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, হুমাইরা নব্য জেএমবির অন্যতম অর্থদাতা। তাকে আদালতের মাধ্যমে দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সে কীভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়লো, কতদিন ধরে কার্যক্রম পরিচালনা করছিল এবং কত টাকা সংগঠনে যোগান দিয়েছে- বিষয়গুলো জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
জাতীয় শোক দিবসে ধানমন্ডি-৩২ নম্বর কেন্দ্রিক কর্মসূচিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে বলে সিটিটিসির কাছে আগাম তথ্য ছিল। নব্য জেএমবির একটি সেলের একাধিক সদস্য ধানমন্ডি-৩২ নম্বর এলাকার আশপাশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট রাতে ওই এলাকায় ব্লক রেইড শুরু করে পুলিশ। হোটেল ‘ওলিও’তে পৌঁছালে চতুর্থ তলায় সন্দেহভাজন জঙ্গির অবস্থান নিশ্চিত হয়। পরে পুরো হোটেলটি ঘিরে ‘আগস্ট বাইট’ অপারেশন চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
ওই মামলার তদন্তে হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারী নব্য জেএমবি’র নেতা আকরাম হোসেন খান নিলয়ের নাম বেরিয়ে আসে। গত ২১ মার্চ রাতে বগুড়ার শিবগঞ্জের কিচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
পিএম/এএ