ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, এপ্রিল ৬, ২০১৮
টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা জারি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৬ এপ্রিল) বিকেলে বালিগাঁও ইউনিয়নে একই স্থানে ইউনিয়ন আ’লীগ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়। মাইকিং করে বিষয়টি সবাইকে অবহিত করা হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকালে ১০ টায় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে জেলা বিএনপির কর্মী সভার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বাংলানিউজকে জানান, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন চঞ্চলের সাক্ষরিত এক অাবেদনপত্র থেকে জানা যায় জেলা বিএনপির যে স্থানে কর্মী সভা ডেকেছে, ইউনিয়ন আ’লীগ একই স্থানে সভা ডেকেছে। এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রতীয়মান হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্য মাইকিংয়ের  মাধ্যমে শুক্রবার বিকেলে সকলকে অবহিত করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন বাংলানিউজকে জানান, জেলা বিএনপির সভাটি আয়োজনের জন্য সব মৌখিক অনুমিত নেওয়া হয়েছিলো। এতো জায়গা থাকতেও আমাদের সভাস্থলে এলাকায় কেন এমনটি করেছে, জানা নেই।

বিএনপির এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিলো বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।