শুক্রবার (০৬ এপ্রিল) দিবাগত রাতে শহরের চাউলিয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আখি মনি একই এলাকার মো. শাহজাদার মেয়ে।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের গলায় দাগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও এসআই মো. মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
ওএইচ/