ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, এপ্রিল ৬, ২০১৮
দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিনাজপুর: দিনাজপুর শহরে আখি মনি (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (০৬ এপ্রিল) দিবাগত রাতে শহরের চাউলিয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আখি মনি একই এলাকার মো. শাহজাদার মেয়ে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের গলায় দাগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও এসআই মো. মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।