ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, এপ্রিল ৬, ২০১৮
বাঘাইছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আশিষ কুমার পাল (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ৩৩ কেবির একটি বৈদ্যুতিক তার ছিড়ে ১০বিপি পুলিশ চেকপোস্টে পড়লে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।

এসময় আগুন ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বন বিভাগের চেকপোস্ট এবং জেলা পরিষদের শুল্ক ফাঁড়ি পুড়ে যায়। ঘটনাস্থলে পুলিশের ওয়ারলেস অপারেটর কনস্টেবল আশিষ কুমার পাল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি দিঘীনালা হাসপাতালে ভর্তি করা হলে করত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।