নিহতের শরীরে প্রিন্টের বোরখা ও কাঠালি রঙের শাড়ি ছিলো। তার হাত ওড়না দিয়ে বাধা ছিলো।
শুক্রবার (০৬ এপ্রিল) রাতে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের নতুন মাইজবাড়ি চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যার আগে নতুন মাইজবাড়ী এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শনিবার (০৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
ওএইচ/