ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ১১ ককটেলসহ এক ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, এপ্রিল ৬, ২০১৮
বেনাপোলে ১১ ককটেলসহ এক ব্যক্তি আটক ককটেলসহ আটক সাহিদুল ইসলাম, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল এলাকা থেকে ১১টি তাজা ককটেলসহ সাহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সাহিদুল ইসলাম বন্দর এলাকার ছোট আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার (০৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বস্তা ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ছোট আঁচড়া মোড়ের একটি বাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুদ রাখা রয়েছে। পরে বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাহিদুলকে আটক করা হয়।

বেনাপোলে ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।