ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবচরে ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, এপ্রিল ৬, ২০১৮
শিবচরে ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে চালক নিহত

মাদারীপুর: ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দৌলতপুর এলাকায় ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শুক্রবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি যাত্রী বোঝাই থ্রি হুইলার ভাঙ্গার দিকে যাচ্ছিল।

গাড়িটি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে থ্রি হুইলার চালকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।