শুক্রবার (০৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলী চুনারুঘাটের চানভাঙ্গা এলাকার আব্দুর রশিদের ছেলে।
চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে ইজিবাইকে করে চুনারুঘাট যাচ্ছিলেন আব্দুল আলী। পথে দুর্গাপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/