শুক্রবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মদন কুমার সাদুল্যাপুর উপজেলার মহিপুর গ্রামের শিবরামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে একটি সবজি বোঝাই ভ্যান পলাশবাড়ী থেকে ঢোলভাঙ্গার দিকে যাচ্ছিল। ভ্যানটিকে গাইবান্ধাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মদন কুমার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হন গোলাম মিয়া নামে এক ভ্যানযাত্রী। স্থানীয়রা তাকে আহতাবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসআরএস