শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলমের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার কলোনীতে।
কারাগারের জেলার শওকত হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে শাহ আলমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হার্ট অ্যাটাক জনিতকারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
গত ২১ মার্চ হরিপুর থানায় মাদকদ্রব্য আইনে শাহ আলমের বিরুদ্ধে মামলা হয়। ওইদিনই পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/