ঘুঙুরের ছন্দে মন মাতানো নাচের সঙ্গে সঙ্গে উচ্ছসিত হয়ে উঠছেন হাজার হাজার দর্শকরা।
শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে খুলনার শহীদ হাদিস লোক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে এমন মোহনীয় ও মন মাতানো নাচের তালে বিমোহিত হতে দেখা গেছে দর্শকদের।
20180406211630.jpg)
বাংলার মুখ, নৃত্যবিহার ও নগর নাট্যদলের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে আব্বাসউদ্দিন একাডেমি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ।
নাচ ছাড়াও অনুষ্ঠানে ছিল জারি গান, বিচ্ছেদি গান, মুর্শিদি গান ও ভারতীয় শিল্পীদের পরিবেশনা ও গুণীজন সম্মাননা। অনুষ্ঠানের প্রতিটি আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।
আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোক গবেষক অচিন্ত্য কুমার ভৌমিক।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এমআরএম/এএটি