ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় লোক উৎসবের নৃত্যে বিমোহিত দর্শক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, এপ্রিল ৬, ২০১৮
খুলনায় লোক উৎসবের নৃত্যে বিমোহিত দর্শক নৃত্যশিল্পীদের মন মাতানো নাচ। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে বংশী বাজায়, নাও ছাইড়া দে রে পাল উড়াইয়া দে, আমার গলার হার খুলে নে ওগো ললিতে গানের তালে তালে একে একে নেচে চলছেন নৃত্যশিল্পীরা।

ঘুঙুরের ছন্দে মন মাতানো নাচের সঙ্গে সঙ্গে উচ্ছসিত হয়ে উঠছেন হাজার হাজার দর্শকরা।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে খুলনার শহীদ হাদিস লোক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে এমন মোহনীয় ও মন মাতানো নাচের তালে বিমোহিত হতে দেখা গেছে দর্শকদের।

লোক উৎসব উপভোগ করছেন দর্শকরা।  ছবি: মানজারুল ইসলাম প্রখ্যাত পল্লী গীতি শিল্পী আব্বাসউদ্দীনের নামে প্রতিষ্ঠিত খুলনার আব্বাসউদ্দীন একাডেমির ২৩ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলার মুখ, নৃত্যবিহার ও নগর নাট্যদলের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে আব্বাসউদ্দিন একাডেমি। নৃত্যশিল্পীরা মন মাতানো নাচের তালে বিমোহিত হতে দেখা গেছে দর্শকদের।  ছবি: মানজারুল ইসলাম অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ।

নাচ ছাড়াও অনুষ্ঠানে ছিল জারি গান, বিচ্ছেদি গান, মুর্শিদি গান ও ভারতীয় শিল্পীদের পরিবেশনা ও গুণীজন সম্মাননা। অনুষ্ঠানের প্রতিটি আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।

আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোক গবেষক অচিন্ত্য কুমার ভৌমিক।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা,  এপ্রিল ০৬, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।