ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদাবাজির প্রতিবাদে পুলিশ সার্জেন্ট লাঞ্ছিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, এপ্রিল ৬, ২০১৮
চাঁদাবাজির প্রতিবাদে পুলিশ সার্জেন্ট লাঞ্ছিত

রাজশাহী: রাজশাহীতে মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক সার্জেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ট্রাক শ্রমিকরা।

শুক্রবার (০৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।  

এ সময় তারা অভিযুক্ত সার্জেন্ট রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয়রা জানায়, মহানগরীর আমচত্বর হয়ে বাইপাস সড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিলো একটি ট্রাক। এ সময় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ট্রাকটির গতিরোধ করে সার্জেন্ট রবিউল কাগজপত্র দেখতে চান। এ নিয়ে চালক ও শ্রমিকদের সঙ্গে তার বিতর্ক হয়।  

এক পর্যায়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সার্জেন্টের ওপর হামলা চালায়। পরে তারা সার্জেন্ট রবিউলকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় পুলিশের ওই সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।  

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবুল কালামের অভিযোগ আমচত্বর এলকায় সার্জেন্ট রবিউল চাঁদা দাবি করায় শ্রমিকরা এর প্রতিবাদ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।  

বিষয়টি জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার পর খবর পেয়ে আএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরাও অবরোধ তুলে নেন। বর্তমানে বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তা শেষ হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।