ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাই, আটক ১ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, এপ্রিল ৬, ২০১৮
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাই, আটক ১ 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত কমিউটার ট্রেনে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তবে পালিয়ে যাওয়ার সময় রায়হান (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে যাত্রীরা।

শুক্রবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ময়মনসিংহ-জামালপুর রেলপথে চলাচলকারী ঢাকাগামী কমিউটার-২ ট্রেনটি এদিন সন্ধ্যায় স্থানীয় বালিপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ৩০ থেকে ৩৫ জন যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ সময় যাত্রীরা প্রতিরোধ করতে চাইলে তারা বেদম মারপিট করে যাত্রীদের। পরে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইলসহ যাবতীয় জিনিসপত্র ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ার সময় যাত্রীরা রায়হান নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে ছাড়িয়ে নিতে সংঘবদ্ধ ছিনতাইকারীরা স্থানীয় জিআপরপি থানায় হামলা-ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান হামলার অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, স্থানীয় কিছু ছেলে-পেলে আটক ছিনতাকারীকে ছাড়িয়ে নিতে ফাঁড়ির দরজায় ধাক্কাধাক্কি করেছে। তবে ছিনতাইকারী আমাদের হেফাজতেই রয়েছে। তাকে ময়মনসিংহ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।