শুক্রবার ( ৬ এপ্রিল) রাতে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নীনা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার আইডি নম্বর ১২০৬০৫৭।
‘জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক নীনার ছাত্রত্ব সাময়িক স্থগিত করা হয়েছে। আদালতের রায়ের পর ব্যবস্থা নেওয়া হবে। ’
তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধুবনি গ্রামে; বাবার নাম নুরুল হক।
এর আগে গত বুধবার (৪ এপ্রিল) নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির নারী শাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে লালমনিরহাট ডিবি পুলিশ।
পরে বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাতীবান্ধা থানা থেকে পুলিশি কড়া নিরাপত্তায় তাকে লালমনিরহাটে পাঠানো হয়। নীনার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (১৫(৩)/১৬(২) ধারায়) মামলা করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার রশিদুল হক বাংলানিউজকে বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার জন্য ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮/আপডেট: ২১১৪ ঘণ্টা
এমএ/