বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক কালাচাঁদ সিংহ।
এসময় ইউএনডিপি’র কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ, গ্রাম আদালতের সমন্বয়কারী আহসানুল হক, জেলা ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
টিএ