ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, এপ্রিল ৫, ২০১৮
গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে গ্রাম আদালত সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক কালাচাঁদ সিংহ।

এসময় ইউএনডিপি’র কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ, গ্রাম আদালতের সমন্বয়কারী আহসানুল হক, জেলা ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।