সোমবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে যান চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৯টার পর থেকে ওই মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১১টায় পাকশি ইউনিয়ন পরিষদে এলাকাবাসীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন- রূপপুর পারমাণবিক প্রকল্পের দায়িত্বে থাকা লে. কর্নেল জাহিদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, হাবিবুল ইসলাম হবিবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিম, পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন প্রমুখ।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বাংলানিউজকে জানান, ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে নিহত পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টুর মৃত্যুর পর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখে রূপপুর পাকার মোড়। ছাত্রনেতার মৃত্যুতে আন্দোলন করবে দলীয় নেতাকর্মী এটাও ঠিক আছে তবে এ আন্দোলন অন্যদিকে গেলে পুলিশের করার কিছু থাকবে না। আর ,অস্ত্র কোন গ্রুপে কার কাছে কয়টা রয়েছে তা পুলিশ জানে। সুতরাং বিষয়টি দলীয় কোন্দলের কারণে হয়েছে এ দিকে মোড় নিলে মামলা অন্যদিকে চলে যাবে।
তিনি আরো জানান, একটি হত্যা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা অপরাধী, যদি তাদের অপরাধী হিসেবে বিবেচনা করেন, আর কোন আন্দোলন কিংবা কর্মসূচিতে কেউ যাবেন না। তদন্ত করে এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। দেশের বৃহত্তর প্রকল্প রুপপুর পারমাণবিক প্রকল্পের কাজ চলমান। বিদেশি নাগরিকরা এখানে চলাফেরা করে। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এনটি