সোমবার (০২ এপ্রিল) দুপুর ১২টায় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান। জুলহাস সদর উপজেলার পশ্চিম পালি গ্রামের ইদ্রিস আলী মণ্ডলের ছেলে।
ওসি সেলিম হোসেন বাংলানিউজকে বলেন, পালি গ্রামের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে জুলহাসের প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে রোববার (০১ এপ্রিল) রাতে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর মামার বাসায় জুলহাস তাকে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে না চাইলে পরিবারের সদস্যরা তাকে আটকিয়ে রেখে থানায় খবর দেয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এছাড়া মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
টিএ