ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে তরুণী ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, এপ্রিল ২, ২০১৮
জয়পুরহাটে তরুণী ধর্ষণ, প্রেমিক গ্রেফতার জুলহাস

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পশ্চিম পালি গ্রামে এক তরুণীকে ধর্ষণ মামলায় তার প্রেমিক জুলহাসকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০২ এপ্রিল) দুপুর ১২টায় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান। জুলহাস সদর উপজেলার পশ্চিম পালি গ্রামের ইদ্রিস আলী মণ্ডলের ছেলে।

ওসি সেলিম হোসেন বাংলানিউজকে বলেন, পালি গ্রামের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে জুলহাসের প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে রোববার (০১ এপ্রিল) রাতে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর মামার বাসায় জুলহাস তাকে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে না চাইলে পরিবারের সদস্যরা তাকে আটকিয়ে রেখে থানায় খবর দেয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এছাড়া মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।