সোমবার (০২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে দিনাজপুর-বিরামপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাহেরা উপজেলার জৎজয় রামপুর গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ও কলা বাগান এলাকায় তার হোমিও চিকিৎসার চেম্বার রয়েছে বলে জানা গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকলেছুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ইজিবাইকযোগে চেম্বার থেকে বাড়ি যাচ্ছিলেন সাহেরা। পথে ঘুমিয়ে পড়লে কাটাকপুর এলাকায় ইজিবাইক থেকে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসআরএস