ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলসহ শিক্ষক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, এপ্রিল ২, ২০১৮
নবাবগঞ্জে পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলসহ শিক্ষক আটক

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলসহ নজরুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 

সোমবার (২ এপ্রিল) সকালে দোহার-নবাবগঞ্জ কলেজ কেন্দ্রের ভ্যানু নবাবগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।  

নজরুল ইসলাম উপজেলার পিকেবি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে নজরুল ইসলাম নবাবগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের হলের পাশে মোবাইল ফোনে কথা বলছিলেন। বিষয়টি দেখতে পেয়ে পুলিশ তাকে আটক করে।  

দোহার সার্কেল এএসপি মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষকের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা উচ্চ-মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বাংলানিউজকে জানান,  শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশ অমান্য করার অপরাধে ওই শিক্ষককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, নবাবগঞ্জে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১৮৩৪ জন। অনুপস্থিত রয়েছেন ৩৯ জন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।