ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৫, এপ্রিল ২, ২০১৮
বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক র‌্যাব হেফাজতে সামিউল/ ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য সামিউল ইসলামকে (১৬) আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (০২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটক সামিউল শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী মধ্যপাড়া গ্রামের মো. আল ফারুকের ছেলে।

 
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০১ এপ্রিল) দিনগত রাতে র‌্যাবের একটি দল শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।  এ সময় নিজ বাড়ি থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ সামিউলকে আটক করা হয়।  
 
তিনি আরও জানান, সামিউলকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে তার মোবাইলে হোয়াটস অ্যাপসের মাধ্যমে গ্রুপ তৈরি করে। টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্রের নামে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রশ্নপত্র বানিয়ে মিথ্যা তথ্য প্রচার করে।  

সামিউল রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মেজর মোর্শেদ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।