সোমবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের পূর্ব সুরাটি গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল হাই হোসেনপুর উপজেলার পূর্ব সুরাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, আব্দুল হাই হাঁপানী রোগে ভুগছিলেন। দুপুরে নিজ ঘরের আঁড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এনটি