ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, এপ্রিল ২, ২০১৮
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোল্লারহাটে মোটরসাইকেলের ধাক্কায় মো. রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকাল ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রায়হান উপজেলার মেঝেরগাওলা গ্রামের মো. সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল বলেন, সকালে বাগেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল রায়হানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।