ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় অস্ত্র-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, এপ্রিল ২, ২০১৮
বগুড়ায় অস্ত্র-গুলিসহ আটক ২ অস্ত্র-গুলিসহ আটক দুইজন

বগুড়া: বগুড়া সদর উপজেলার জনৈক ভাড়া বাসাতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে নাইন এমএম একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন জব্দ করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) দুপুরে অভিযান নেতৃত্বদানকারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- গাবতলী উপজেলার রামেশ্বপুর উত্তরপাড়া গ্রামের আবু শাহীনের স্ত্রী শামিমা আক্তার ওরফে সুমি ও শাজাহানপুর উপজেলার চকধুলাহার গ্রামের আবু জাফরের ছেলে মোস্তাফিজার রহমান ওরফে মোস্তাক।

ওসি বলেন, মাদক ও অস্ত্র বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ এপ্রিল) গভীর রাতে বগুড়া সদর উপজেলার জামিলনগর এলাকায় জনৈক সোহেল পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া ওই দুই ব্যক্তিকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।