ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫১, এপ্রিল ২, ২০১৮
প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সমাজের প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত জনগোষ্ঠীর প্রতি সবাইকে আরো সংবেদনশীল হওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে।

আমাদের সে প্রতিভা খুজেঁ বের করে কাজে লাগাতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।

এসময় প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত বিশ্বের প্রতিভাধর বিভিন্ন বিজ্ঞানীদের কথা তুলে ধরে বাংলাদেশের প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের প্রতিভার কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।  

এসময় সমাজের অর্থ ও বিত্তশালীদের প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অটিজমে আক্রান্ত তাদের অবহেলা নয়, সমাজে তাদের সুন্দর অবস্থান তৈরি করে দিতে হবে।

ছোট বেলা থেকেই শিশুর বিষয়ে সচেতন হওয়া, রোগ সনাক্তকরণে গুরুত্ব দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা নিতে বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান তিনি বলেন, কোন শিশু অটিস্টিক বোঝা যায় না। আবার অনেক সময় বাবা-মা স্বীকার করতে চায় না, চিকিৎসা করায় না। যখন শিশু বড় হওয়ার পরে সমস্যা প্রকট আকার ধারণ করে তখন স্বীকার করে।

প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ বিষয়ে সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার থেকে সবাইকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটাতো তাদের জন্মের দোষ না। আল্লাহ মানুষকে বিভিন্নভাবে জন্মগ্রহণ করান।

অভিভাবক ও শিক্ষকদের অটিজম বিষয়ে প্রশিক্ষণ দিতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৮০ হাজার অটিজম আক্রান্ত শিশুকে ৫শ’ থেকে ১ হাজার টাকা মাসিক বৃত্তি দেওয়ার কথা উল্লেখ করেন।

সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের এক সঙ্গে শিক্ষাদানের সুফলের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এসব শিশুদের সাধারণ স্কুলে ভর্তি করাতে হবে। এটি তাদের সুস্থ হতে যেমন সহযোগিতা করবে, তেমনি সাধারণ শিক্ষার্থীরাও তাদের বিষয়ে সংবেদনশীল হবে।

কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিবন্ধী ও অটিস্টিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।

এরআগে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুদের কল্যাণে কাজ করে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা পদক দেন। পরে প্রধানমন্ত্রী এসব শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

সাংস্কৃতিক পরিবেশনার আগে প্রধানমন্ত্রী দর্শকসারিতে গিয়ে প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিবন্ধী ও অটিজম আক্রান্তদের অনেকে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাদের মনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী চিঠি দেন।

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমান।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।