ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৭, এপ্রিল ২, ২০১৮
গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বাস চাপায় রাকিবুল সিকদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকাল সোয়া ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রাকিবুল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের হুমায়ুন কবির সিকদারের ছেলে।

এ বছর সে গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।
 
এ ঘটনার পর স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও একই কোম্পানির অপর একটি বাসে ভাঙচুর চালায়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাকিবুল সিকদার রাস্তা পার হচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সেবা গ্রীণ লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।