ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শুষ্ক মৌসুমে পানির সমস্যা হবে না: ওয়াসা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, এপ্রিল ২, ২০১৮
শুষ্ক মৌসুমে পানির সমস্যা হবে না: ওয়াসা সংবাদ সম্মেলনে ওয়াসার কর্মকর্তারা-ছবি-জি এম মুজিবুর

ঢাকা:  শুষ্ক মৌসুমে পানির তেমন কোনো সমস্যা হবে না। যেটা আছে পকেট সমস্যা। পানি ব্যবস্থাপনা আমাদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। তিনি বলেন, আসছে বর্ষা মৌসুমে জলজট খুব একটা হবে না। 

সোমবার (২ এপ্রিল) সকালে ঢাকা ওয়াসার কনফারেন্স রুমে ‘আসন্ন শুষ্ক মৌসুমে পানি সরবরাহে ঢাকা ওয়াসার প্রস্তুতি’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান।

তাকসিম এ খান বলেন, অপরিকল্পিত ঢাকা শহরে পরিকল্পিত পানি ব্যবস্থাপনা কিভাবে চাইবেন। ঢাকা শহরে আমরা তারপরেও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা দিয়ে যাচ্ছি। আমরা প্রায় ২ কোটি মানুষকে পানি দেয়। আমরা গণমুখী টেকসই পানি ব্যবস্থাপনার দিকে যাচ্ছি। আমরা এখন চাহিদার চেয়ে উদ্বৃত্ত পানি উৎপাদন ও সরবরাহের সক্ষমতা অর্জন করেছি।  

তিনি বলেন, আগে শতকরা ১৫ থেকে ২০ শতাংশ মানুষও বৈধ পানির আওতায় ছিল না। আমরা এখন অনেকখানিই বৈধ পানির আওতায় আনতে পেরেছি। এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ শতাংশ বৈধ পানির আওতায় চলে এসেছে। এবছরই শতভাগ বৈধ পানির আওতায় আসবে।  

সামগ্রিক পানি ব্যবস্থাপনা সম্পূর্ণ কন্ট্রোলে জানিয়ে তিনি বলেন, আমরা জানি কোথায় কতটুকু পানি লাগবে, কোথায় কি সমস্যা। আমাদের পকেট সমস্যা আছে। সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। হয়তো দুই শতাংশ মানুষের সমস্যা আছে।  

তিনি বলেন, অবশ্যই সমস্যা আছে। তবে সমস্যা আর সংকটের মধ্যে পার্থক্য আছে। আমাদের পানির সংকট নেই, সমস্যা আছে। তবে যে মুহূর্তে ভূ-উপরিস্থ ভাগ পানির ব্যবহারের আওতায় চলে আসবে তখন থেকে আর শুষ্ক মৌসুমে পানির সমস্যা নিয়ে আলোচনা করতে হবে না।  

ঢাকা ওয়াসায় বর্তমানে পানির চাহিদা ২৩০ থেকে ২৪০ কোটি লিটার আর উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৪৪ কোটি লিটার।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮/আপডেট: ১৫২৮ ঘণ্টা
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।