ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং সারাদেশের বিভাগীয় শহরের প্রধান সড়ক অবরোধ করা হবে।
সোমরার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক সৃষ্টি করতে রথীশ চন্দ্র ভৌমিককে অপহরণ করা হয়েছে। অনতিবিলম্বে তাকে উদ্ধার করা না গেলে এই শঙ্কা আরও বৃদ্ধি পেয়ে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে।
তাকে অপহরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী উদ্ধার করতে পারেনি। এমনকি এ সম্পর্কে প্রশাসন রহস্যজনকভাবে নীরবতা পালন করে চলেছে। যা আমাদের অধিকতর উদ্বিগ্ন করে তুলেছে বলেও জানান অ্যাডভোকেট রানা দাসগুপ্ত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা রথীশ চন্দ্র ভৌমিক গত ৩০ মার্চ ভোরের দিকে নিজ বাসভবন থেকে অপহৃত হন। এরপর ৩১ মার্চ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক পতিক্রিয়ায় মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়।
মানববন্ধন থেকে তার মুক্তি দাবি করে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়। ২৪ ঘণ্টায় অপহৃত আইনজীবীর সন্ধান না পেয়ে অবরোধ কর্মসূচি দেওয়া হয়। একই সঙ্গে তাকে উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএম/জিপি