ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় ৫ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, এপ্রিল ১, ২০১৮
মাগুরায় ৫ কেজি গাঁজাসহ আটক ৩ আটক বিক্রেতারা ও গাঁজা

মাগুরা: মাগুরার মহম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ধোয়াইল মধ্যপাড়ার নওশের শেখের ছেলে হানিফ (৪০), ঘুল্লিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে হাসমত ( ৩৫) ও মৌশা মধ্যপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মনুমিয়া (৩৬)।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।