ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামপালে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, এপ্রিল ১, ২০১৮
রামপালে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হায়দার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও গুলি। 

রোববার (১ এপ্রিল) ভোরে রামপাল উপজেলার সাপমারী এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর উপ অধিনায়ক মেজর সজিবুল ইসলাম জানান, রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র ও গুলি দিয়ে সুন্দরবনের তিনটি বনদস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। তারই অংশ হিসেবে র‌্যাবের একটি দল শনিবার দিনগত রাত ৩টার দিকে সুন্দরবনের বনদস্যুদের তিন বাহিনীর সদস্যদের রামপাল উপজেলার সাপমারী এলাকায় আনতে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট গুলিবিনিময়ের পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে সেখানে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এসময় বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা এসে মরদেহটি হায়দার আলীর বলে শনাক্ত করেন।  

হায়দার আলী সুন্দরবনের বনদস্যু দলের সক্রিয় সদস্য দাবি করে র‌্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, বনদস্যুরা যখন স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন দস্যুদের অতর্কিত হামলা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। এ তিনটি বনদস্যু দলের সদস্যরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে না পারে সেজন্য হায়দার আলী ও তার সঙ্গীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। হামলাকারীরা কোন দস্যু বাহিনীর সদস্য তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।